চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কিশোরী আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে তার কথিত স্বামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আকবরকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলী আকবরের বাড়ী ফটিকছড়ির ডলু আরালিয়া গ্রামে। তার বাবার নাম মৃত হাচি মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি মধ্যে ভূজপুরের বাদুরখীল গ্রামের খামারের পাশে একটি পাহাড়ে নিয়ে গিয়ে আসমাকে ধর্ষণের পর হত্যা করেন আকবর। এরপর একটি গাছের সঙ্গে আসমার মরদেহ ওড়না দিতে ঝুলিয়ে রাখা হয়। 

এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৯ মার্চ আসামি আলী আকবরকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার আলী আকবরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এনএফ