রাজধানীতে ৫ দিন ধরে প্রিন্টিং ব্যবসায়ী নিখোঁজ
পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন প্রিন্টিং ব্যবসায়ী মো. মাহামুদ ডাকুয়া (১৯)। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) নীলক্ষেতের বাণিজ্য বিতান সুপার মার্কেটের ‘রাসেল বুক অ্যান্ড প্রিন্টিং’ দোকান থেকে বিকেল ৪টার দিকে বের হয়ে আর দোকান বা বাসায় ফেরেননি তিনি।
এ ঘটনায় মাহামুদের ভাই গোলাম কিবরিয়া নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে পাঁচদিনেও তার খোঁজ দিতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে (মাহামুদ) খুঁজতে তদন্ত চলছে। পুলিশের পাশাপাশি ডিবি ও পিবিআই তদন্ত করছে। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি।
মাহামুদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জের উপজেলার ভবানীপুরে। ঢাকায় লালবাগের আজিজ কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন। চার ভাইয়ের মধ্যে মাহামুদ ছোট।
বিজ্ঞাপন
মাহামুদের ভাই রাসেল বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্যান্ট কেনার কথা বলে এটিএম কার্ড নিয়ে বের হয় মাহামুদ। নিজের ব্যবহৃত মোবাইল ফোনও দোকানে রেখে যায়। যাওয়ার সময় বলে যায়, বুথ থেকে টাকা তুলে এলিফ্যান্ট রোডে যাবে প্যান্ট কিনতে। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় কিন্তু মাহামুদ বাসায় ফেরেনি। পরে আত্মীয়-স্বজন, মাহামুদের বন্ধু-বান্ধবদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাইনি।
এআর/জেডএস