চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই পরিপ্রেক্ষিতে করোনার বিস্তার ঠেকাতে জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা, ফ্রি মাস্ক বিতরণ ও মানুষকে সচেতন করার জন্য মাইকিং করাসহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ।  

এরই ধারাবাহিকতায় মাস্ক পরা নিশ্চিত করতে মঙ্গলবার (২৩ মার্চ) চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ কর্ণফুলী সেতু এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. নুরে জামান চৌধুরী। তিনি ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম নগরীতে প্রবেশ মুখে গণপরিবহনে অভিযান চালানো হয়েছে। মানুষের মাঝে এখনও সচেতনতা আসেনি। ম্যাজিস্ট্রেট দেখলে মাস্ক পরে। ম্যাজিস্ট্রেট চলে গেলে মাস্ক খুলে ফেলে। মানুষকে মাস্ক পরা বাধ্য করতে এই ধরনের অভিযান চলবে। 

এইদিকে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ী এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। মাস্ক না পরায় তিন মামলাসহ ১২০০ টাকা জরিমানা করা হয়েছে এ অভিযান থেকে। এছাড়াও যাদের মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।  

এদিকে, জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের ডবলমুরিং থানা। মাস্ক পরলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে আরও দুইটি মাস্ক। ৬০টি স্পটে আজ এই কর্মসূচি চলে। এর আওতায় প্রায় ২০ হাজার মাস্ক বিলি করা হয়েছে। 

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই কর্মসূচি। জনগণ যাতে মাস্ক পরতে সচেতন হয় সেজন্যই এই কর্মসূচি। তিনি জানান, যারা মাস্ক পরে আসেননি তাদের একটি এবং যারা মাস্ক পরে এসেছেন তাদের উপহার হিসেবে দুইটি মাস্ক দেওয়া হচ্ছে। মাসব্যাপী এই মাস্ক পরলে মাস্ক ফ্রি কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।

কেএম/এনএফ