চট্টগ্রামে গ্রিলকাটা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
চট্টগ্রামে গ্রিল কেটে চুরি করা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানার মো. বাবুল (৩০) ও শাহিন মিয়া। এসময় তাদের কাছ থেকে একটি ক্যাননের একটি ক্যামেরা, দুটি ল্যান্স, তিনটি ব্যাটারি ও দুটি মেমোরি কার্ড, একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নোবেল চাকমা ঢাকা পোস্টকে বলেন, গত ১৮ মার্চ সদরঘাট থানার ৫নং সুজা কাঠগর এলাকার মৃত ফজলুল হকের বিল্ডিংয়ের তৃতীয় তলার সাইফুদ্দীন আজাদের বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। সাইফুদ্দীন আজাদ বাসায় তালা দিয়ে ১৮ তারিখ রাত ৮টায় গ্রামের বাড়ী যায়।
তিনি বলেন, ১৯ তারিখ সকালে আজাদের স্ত্রী বাসায় এসে দেখতে পান জানালার গ্রিল ভেঙে একটি ক্যানন ৫ডি মার্ক-৪ পিএসএলআর ক্যামেরা, দুটি ল্যান্সসহ তিনটি ব্যাটারি ও দুটি মেমোরি কার্ড, এক জোড়া কানের দুলসহ একটি স্বর্ণের নেকলেস যার ওজন অনুমানিক ২.৫ ভরি, স্বর্ণের বালা দুটি ওজন আনুমানিক দুই ভরি, একটি স্বর্ণের চেইন, একটি সনি ৩২ ইঞ্চি এলইডি টিভি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২০ মার্চ সদরঘাট থানায় মামলা করেন আজাদ।
বিজ্ঞাপন
নোবেল চাকমা বলেন, মামলার পর সদরঘাট থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২২ মার্চ) দিবাগত রাতে কর্ণফুলী থানার ইছানগর ও চরলক্ষা এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে। চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এই চক্রে আরও সদস্য থাকতে পারে। কিভাবে গ্রিল কাটে, কিভাবে খালি বাসার সন্ধান পায় জানতে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
কেএম/ওএফ