রাজধানীর শ্যামলীর ২০ তলা একটি ভবনের ৭ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগা ভবনটির ১৮ তলাসহ বেশ কয়েকটি তলায় এখনো অনেকে আটকে আছেন। জীবন বাঁচানোর জন্য চিকিৎকার দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। অনেকে আবার নিচে থাকা পরিচিতজনকে ফোন দিয়ে তাদের দ্রুত উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা বিভিন্নভাবে আটকেপড়াদের উদ্ধারে চেষ্টা করছেন। কিন্তু আগুন লাগা ভবনটির ভিতরে প্রচণ্ড ধোঁয়া থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যহত হচ্ছে।

আরও পড়ুন- শ্যামলীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। কোনো আবাসিক ফ্ল্যাট নেই।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বৃহস্পতিবার রাত ১১ টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২০ তলা রূপায়ন শেলটেক ভবনের ৭ম তলায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের ১৪টি ইউনিট কাজ করছে।

এখন পর্যন্ত আগুন লাগা ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান এই ফায়ার কর্মকর্তা।

এমএসি/এমজে