স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ মার্চ) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ১০ টাকার স্মারক ডাক টিকিটি এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. আশরাফ সিদ্দিকী বিটু তথ্য নিশ্চিত করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ও বাংলাদেশ ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দীন উপস্থিত ছিলেন।

ডাক বিভাগের ডাক বিভাগের অতিরিক্ত মহপারিচালক মো. হারুনুর রশিদ ঢাকা পোস্টকে জানান, ডাক টিকিট ও উদ্বোধনী খাম আজ থেকে ঢাকা জিপিও ডাক টিকিট সংগ্রহশালা থেকে এবং পরে দেশের অন্যান্য জিপিওতে পাওয়া যাবে।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

লাল সবুজের পতাকা উড়িয়ে আজ পূর্ণ হলো স্বাধীনতা ঘোষণার অর্ধশত বছর।‌ বাঙালি জাতির ইতিহাসে এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাঙালি জাতির মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস।

একে/এসকেডি