জানুয়ারিতে ঢাকা আসবেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারিতে ঢাকা সফরে আসবেন। তার এ সফরে সৌদির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু বিষয় আলোচনার টেবিলে উঠবে।
শনিবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘সফরের চূড়ান্ত দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, জানুয়ারির মধ্যেই সফরটি হবে।’
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে আলোচনার বিষয়বস্তু নিয়ে ওই কর্মকর্তা জানান, বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যু, দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে সৌদির সঙ্গে আলোচনা হবে। এর বাইরে দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে নিয়মিত আলোচনাও টেবিলে থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
বিজ্ঞাপন
এই প্রথম দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে সফর করবেন। করোনা পরিস্থির মধ্যে এটি হবে দ্বিতীয় কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর। সম্প্রতি ঢাকা সফরে করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলুই।
উল্লেখ্য, ২০১৬ সালে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এরপর গত চার বছরে দেশটির আর কোনও পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেননি।
এনআই/এইচকে