রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি নিহত
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নির্মাণাধীন ভবনের দুই তলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মো. বিল্লাল হোসেন (৩০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
শনিবার (২৭ মার্চ) সকালে ওই ভবনের সিলিংয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়েে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের সহযোগী মো. স্বপন ঢাকা পোস্টকে বলেন, সকালে কাজ করার জন্য আসি। এরপর আমি সিলিং প্লাস্টার করার আগে পানি দেই। পানি দেওয়ার সময় পাশে থাকা বিদ্যুতের লাইনে লাগলে তাকে সক দিয়ে নিচে ফেলে দেয়। পরে মেডিকেলে নিয়ে এলে তার মৃত্যু হয়।
নিহতের ভাই মো. সুজন বলেন, আমার ভাই রাজমিস্ত্রির কাজ করে। সকালে কাজে এসে প্লাস্টারের জন্য সিলিং পানি দিয়ে ভেজানোর সময় বিদ্যুতের শক লাগে। সে নিচে পড়ে যায়। পরে মেডিকেলে নিয়ে এলে সে মারা যায়।
বিজ্ঞাপন
বিল্লাল হোসেন মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৪ নম্বর রোডে ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই মেয়ে সন্তানের বাবা। সাত ভাই ও তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার শাচড়া গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
এসএসএইচ/এমএমজে