অপহরণকারীর নাম আব্দুল কাদের

প্রেমের অভিনয় করে যুবকদের অপহরণ ও জিম্মি করে সব কিছু হাতিয়ে নিতো একটি চক্র। এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ। এছাড়া অপহৃত দুই যুবককেও উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৭মার্চ) ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া অপহরণকারীর নাম আব্দুল কাদের (২০)। 

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অপহরণকারীদের সংঘবদ্ধ একটি চক্র নগরে প্রেমের অভিনয় করে মানুষকে অপহরণ ও জিম্মি করে। এরপর সম্মানহানি ও প্রাণহানির হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেয়। সংঘবদ্ধ এই চক্র দুই যুবককে অপহরণ করে। আমরা কৌশলে অপহৃতদের উদ্ধার করি। এ সময় একজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়।

তিনি বলেন, অপহরণকারীরা পাঁচজন। একজন মেয়ে এবং চারজন ছেলে। ছেলেরা নগরীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে। মেয়েটি সেই নম্বরে ফোন করে প্রেমের অভিনয় করে। এরপর বাসায় এনে জিম্মি করে মোবাইল টাকা ছিনিয়ে নেয়। পরে বাসায় ফোন করে টাকা দাবি করে। এই ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।

কেএম/এসকেডি