নাছিরুল আলম ও নেজাম

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী ‘ভাইবোন’ গ্রুপের ভাই নেজামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) আবিদারপাড়া ফকির মাঝির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে যায় বোন আয়েশা। 

চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে

নেজাম ৫ বছর সাজা খেটে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন জানিয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘নেজাম ও আয়েশা আপন ভাইবোন। তারা দুইজনই মাদক ব্যবসায়ী। আয়েশার একমাত্র ছেলে আসিকও মাদক ব্যবসায়ী। আয়েশার বিরুদ্ধে ১২টি এবং নেজামের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তারা মাদক কারবারিদের কাছে ভাইবোন গ্রুপ নামেই পরিচিত।’

ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘তারা খুবই ভয়ঙ্কর। তাদের নিজস্ব সোর্স আছে। পুলিশ আসবে শুনলে তার বোন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তার বোনকে গ্রেফতার করতে গেলে পুলিশের এসআই আলাউদ্দিনকে হাতে কোপ দিয়েছিল। ওই মামলায় সে সাজাও খেটেছে। জেল থেকে ফিরে আবারও মাদক ব্যবসা শুরু করেছে। আজ অভিযান চালানোর আগে সে পালিয়ে যায়।’

নেজামকে গ্রেফতারের পাশাপাশি মো. নাছিরুল আলম (৩৪) নামে তাদের এক সোর্সকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডবলমুরিং থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

কেএম/এইচকে