পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীর মসজিদে মসজিদে ইবাদত শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার (২৯ মার্চ) এশার নামাজের পর এবাদত-বন্দেগি শুরু করেন তারা। পবিত্র রজনী ঘিরে শুরু হয়েছে আলোচনা, দোয়া, জিকির ও মিলাদ মাহফিল।

শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় এদিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বলেন আলেম-ওলামারা।

মাগরিবের পর বায়তুল মোকাররমে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল শুরু হয়। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়াজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া করোনাভাইরাসের প্রকোপ থেকে বাংলাদেশসহ সারা বিশ্ব যাতে রক্ষা পায় ও নিরাপদ থাকে সেজন্যও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এদিকে রাজধানীর বিভিন্ন মসজিদে এশার নামাজের পর শুরু হয়েছে আলোচনা, দোয়া, জিকির ও মাহফিল। মুসল্লিরা রাতভর আল্লাহর কাছে বিশেষ এবাদত-বন্দেগি করবেন। তারা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত অতিবাহিত করবেন।

মহিমান্বিত এ রাতে টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে।

এনএম/জেডএস