রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর তেজগাঁও থানা এলাকার কারওয়ান বাজার মসজিদের পাশে রেল ক্রসিংয়ে বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় কারওয়ান বাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজার রেলক্রসিং পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেন ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমি তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় আমরা জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় আহত এক যুবককে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন। আমরা বিষয়টি জিআর পুলিশকে জানিয়েছি।
বিজ্ঞাপন
এফআর