দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চুরি ও ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী ও নরসিংদী জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সুমন মিয়া (৩৫), মো. জসিম (৩২), মো. রেজাউল করিম ওরফে রানা (৩১) ও মো. সুমন মিয়া (৩২)। এসময় তাদের নিকট থেকে পিকআপ, সাদা ও নীল রংয়ের মাইক্রোবাস ও ৩টি সিএনজি উদ্ধার করা হয়।

ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস ঢাকা পোস্টকে জানান, রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা গাড়ি চুরি মামলা তদন্তকালে এই চোর ও ছিনতাই চক্রের সন্ধান পাওয়া যায়। পরে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে সুমন, জসিম ও রেজাউলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাঁচপুর এলাকার মেগা শপিংমলের সামনে থেকে চোরাইকৃত একটি মাহেন্দ্র পিকআপ উদ্ধার করা হয়।

চোরাই গাড়ি সম্পর্কে জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, রাজবাড়ী থেকে একটি হায়েস মাইক্রোবাস চুরি করে তাদের সহযোগী কুমিল্লার গ্যারেজ মিস্ত্রী সুমনের কাছে বিক্রির জন্য রাখা আছে। পরে কুমিল্লা থেকে গ্যারেজ মিস্ত্রী সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হায়েস মাইক্রোবাসটি রাজশাহী জেলার বাগমারা থানা এলাকায় বিক্রি করা হয়েছে বলে জানায় সুমন। পরে বাগমারা থানার রক্ষিতপাড়া দাখিল মাদ্রাসার সামনে থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা ঢাকা ও আশপাশের এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় রেখেছে। পরে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় ভূঁইয়া পেট্রোল পাম্পের বিপরীতে রিকশা গ্যারেজের সামনে থেকে আরও ৩টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।


জেইউ/টিএম