সীমান্ত থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ৪
উদ্ধার করা ইয়াবা
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতাররা হলেন- মো. আলাউদ্দিন (৩৬), মো. কবির আহম্মেদ (৪৮), মো. ইব্রাহিম (১৯) ও মো. শহিদুল ইসলাম (৪৫)।
বিজ্ঞাপন
শনিবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তর পাড়া থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির পল্লবী জোনাল টিমের গোয়েন্দারা।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খান বলেন, গ্রেফতাররা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করত।
বিজ্ঞাপন
গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতাররা সবাই মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১৬ হাজার ৮শ' ৭৩ পিস ইয়াবা, ২৪ গ্রাম হেরোইন, ১২ কেজি ১২০ গ্রাম গাঁজা ও ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এইচকে