রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৭/ফাইল ছবি

রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮-এর জন্য মনোনীত দেশের ১৯টি সেরা শিল্প প্রতিষ্ঠানকে সোমবার (২৮ ডিসেম্বর) এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করবে শিল্প মন্ত্রণালয়।

এগুলোর মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে চারটি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে চারটি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে তিনটি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে তিনটি, কুটির শিল্প ক্যাটাগরিতে তিনটি ও হাইটেক শিল্প ক্যাটাগরিতে দু’টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে।

শিল্প সচিব কে এম আলী আজম অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম। 

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়। 

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান সংক্রান্ত নির্দেশনাবলী ২০১৩’ এর আলোকে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে একটি ট্রফি বা ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়।

এমআই/ওএফ