কলাবাগানে চারতলার ছাদ থেকে পড়ে রংমিস্ত্রি নিহত
রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টারের চারতলা ভবনের ছাদে পানির ট্যাংকি রং করার সময় নিচে পড়ে আব্দুর রহিম (২২) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আব্দুর রহিমের সহকর্মী রুবেল বলেন, বিকেলে কলাবাগান স্টাফ কোয়ার্টারের চারতলা ছাদে একটি পানির ট্যাংকি রং করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় রহিম। পরে আমরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কলাবাগান থানাকে জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/এমএ