১, ২ এবং ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া নবম ও দশম গ্রেডের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে ওই তিন দিনের পরীক্ষা স্থগিত করেছে তারা। পরবর্তীতে কবে এ পরীক্ষা নেওয়া হবে সে বিষয়েএখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ উন্নয়ন বিভাগ) আবু সালেহ্‌ মাহমুদ শরীফ বুধবার ঢাকা পোস্টকে বলেন, মূলত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে আমাদের তিতাস গ্যাসের নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুনভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে।

অন্য দিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডও তাদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। ২ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) আমজাদ হোসেন মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ঢাকা পোস্টকে জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে আগামী ২ এপ্রিল মিটার টেস্টার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোন সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক করা হয়নি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এএসএস/এনএফ