ড. শামসুল আলম ও মামুন-আল-রশিদ

পরিকল্পনা কমিশনের দুইজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন- কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ও একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. শামসুল আলম এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশিদ।

বুধবার (৩১ মার্চ) পরিকল্পনা কমিশনের জিইডি ও ভৌত অবকাঠামো বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

করোনায় আক্রান্ত ড. শামসুল আলম বলেন, গত ২৯ মার্চ আমার কোভিড পজিটিভ আসে। এরপর থেকেই আমি সহায়ক চিকিৎসা নেওয়া শুরু করি। বর্তমানে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। তবে শারীরিক অবস্থা ভালো আছে। করোনার প্রভাবে শ্বাসকষ্ট বা অন্যকোনো সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বলেন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশিদ গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে তিনি সুস্থ আছেন। এখন পর্যন্ত কোভিডের কারণে কোনো সমস্যা দেখা যায়নি।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে ১৮ দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধসহ রাত ১০টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিয়ন্ত্রণের মতো নির্দেশনাও রয়েছে। ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেছেন।

এসআর/জেডএস