করোনা পজিটিভের কথা শুনে দৌড়ে পালালেন স্বাস্থ্যকর্মী
করোনার টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ
করোনাভাইরাসের টিকা নিতে মগবাজারের মাতৃসদন কেন্দ্রে টিকার স্লিপ হাতে দাঁড়িয়ে আছেন নারী-পুরুষ মিলিয়ে ৩০ জন। হঠাৎ করেই হৈচৈ। টিকা দেওয়ার বুথের সামনে এক ব্যক্তি এসে বললেন, ১৫ দিন আগে তিনি ‘করোনা পজিটিভ’ ছিলেন। এ কথা শুনেই দৌড়ে পালালেন টিকাদানে নিয়োজিত এক স্বাস্থ্যকর্মী। এতে সেখানে হুড়োহুড়ি লেগে যায়।
এ ঘটনায় মাতৃসদন কেন্দ্রের পাশে উৎসুক জনতার ভিড় লেগে যায়। ভিড় জমে নয়াটোলা পার্কের পাশের সড়কেও। পরিস্থিতি সামলে উঠতে কেন্দ্রটিতে প্রায় একঘণ্টা টিকাদান কর্মসূচি বন্ধ থাকে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি জনবহুল এলাকা মগবাজার। এই এলাকার টিকাদানের জন্য মাতৃসদন কেন্দ্রটি বেশ ছোট। এখানে প্রতিদিন দুটি ওয়ার্ডের হাজার হাজার মানুষ টিকা নিতে আসছেন।
কেন্দ্রটিতে দায়িত্বে থাকা ‘নারীমৈত্রী’র এক কর্মকর্তা বলেন, ‘এই কেন্দ্রে রেজিস্ট্রেশন বেশি। এখনও ১৫ হাজার মানুষ প্রথম ডোজের সিরিয়ালে আছেন। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ শুরু হবে। কিন্তু একদিনে সর্বোচ্চ তিনশ’র বেশি টিকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।’
বিজ্ঞাপন
কেন্দ্রে টিকা নিতে এসেছেন হার্টে রিং পরানো ৭২ বছরের মেফতাহুল হোসেন। তিনি বলেন, ‘অসুস্থতা নিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো টিকা নিতে পারলাম না।’
টিকা নিতে আসা ষাটোর্ধ নূরুল আমীন বলেন, ‘বাসার কাছে, তাই এই কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছিলাম। তিন সপ্তাহ পর এসএমএস পেয়েছি। আবার করোনা বাড়ছে, কিন্তু এখনো টিকার বুথের কাছেও যেতে পারিনি।’
এমএইচএস/জেএস