বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ফ্লাইট চলাচলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান। এর ফলে আগামী ২৯ ডিসেম্বর (সোমবার রাত ১২টার পর) থেকে দেশটিতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

রোববার (২৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ২৯ ডিসেম্বর থেকে ওমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো ফের নিয়মিত চলাচল করবে। বাতিল করা ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। 

ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন বরাদ্দ করা হবে বলেও জানান তিনি। 

এর আগে গত ২১ ডিসেম্বর জরুরি বিজ্ঞপ্তিতে এক সপ্তাহের জন্য আকাশপথ বন্ধের ঘোষণা দেয় ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 

বাংলাদেশের শ্রমশক্তির বড় বাজার মধ্যপ্রাচ্য। সৌদি আরব, ওমান, কুয়েত, কাতারসহ অন্যান্য দেশে অসংখ্য বাংলাদেশি অভিবাসী শ্রমিক কাজ করছেন। এসব শ্রমিকের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সৌদি আরবে। এরপরেই রয়েছে ওমান।

ওমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও সৌদিআরব ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এআর/জেডএস