বৈশাখী টিভি চ্যানেলের বার্তাকক্ষ

দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এমন অবস্থায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী তাদের বার্তাকক্ষের কাজ অর্ধেক জনবল নিয়ে করবে বলে জানিয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লেখেন, আবারও করোনার প্রকোপ। এবার আরও শক্তিশালীরূপে আক্রমণ করছে। তাই নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টায় এবং সরকারি নির্দেশনা মেনে বৈশাখী টেলিভিশনের বার্তা বিভাগের জনবল অর্ধেকে নামিয়ে আনা হলো। অর্ধেক সহকর্মী অফিসে এসে কাজ করবে, বাকি অর্ধেক ছুটিতে বাসায় থাকবে। সঙ্গে যাবতীয় সুরক্ষা ব্যবস্থা থাকছে। নিরাপদ থাকি, নিরাপদ রাখি। সবার জন্য শুভ কামনা।

করোনার সবশেষ পরিস্থিতি

করোনাভাইরাসে শনাক্তের দিক থেকে দেশে প্রতিদিনই নতুন করে রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৩০ জন। যা দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে। গত তিনদিন ধরে প্রতিদিনই শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ছে। 

একই সময়ে দেশে করোনায় আক্রান্ত আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজার ১৫৫ জনে।

এমএসি/এফআর