র‍্যাবের হাতে গ্রেফতার মো. গোলাম মোস্তফা ওরফে কিরন

সিরাজগঞ্জের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামিকে রাজধানীর মতিঝিল থানাধীন দিলকুশা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, গত ১৬ মার্চ সিরাজগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার (মামলা নং-২৪) আসামি ঢাকা মহানগরের মতিঝিল থানাধীন দিলকুশা এলাকায় আত্মগোপন করে আছেন।

ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর গোয়েন্দা দল নজরদারি করে আসছিল। আসামির অবস্থান নিশ্চিত করার পর র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল সোমবার (৫ এপ্রিল) মতিঝিল থানাধীন দিলকুশা এলাকা থেকে মো. গোলাম মোস্তফা ওরফে কিরন (৩০) নামের ওই আসামিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সিরাজগঞ্জ জেলার ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামি এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেইউ/এফআর