করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। জনগণকে এ নির্দেশনা মানাতে কাজ করছে সরকারের বিভিন্ন বিভাগ। এ সময়ে বিভিন্ন মেট্রোপলিটন ও জেলায় ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে বিভিন্ন মেট্রোপলিটন ও জেলা এলাকার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বায়োমেট্রিক কার্যক্রম আপাতত ১১ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের এতে অনুমোদন রয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার আলোকে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া বিদেশগামী ও বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন- ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি, ফায়ার সার্ভিস, স্থলবন্দর, নৌবন্দর ও সমুদ্রবন্দর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবার জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ এবং তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

জেইউ/এমএআর/