বেপজা’র নির্বাহী চেয়ারম্যান হলেন মো. নজরুল ইসলাম
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ভবনের সংগৃহীত ছবি
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হয়েছেন মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।
সোমবার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
আর বেপজা’র বর্তমান নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনার জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গত বুধবার (২৩ ডিসেম্বর) ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খানকে বিএসএমএমইউ’র নতুন পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসএইচআর/জেডএস