ডিএমপির ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞাপন
আদেশে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার উখিংমেকে ভিআইপি অ্যান্ড ভিভিআইপি প্রটেকশন বিভাগে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়।
এক আদেশে ডিএমপি জানায়, ডিএমপির আইসিটি বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়াও ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সৈকত শাহীনকে গোয়েন্দা মিরপুর বিভাগে এবং গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ বশির উদ্দিনকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা) পদায়ন করা হয়েছে।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকারকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ও প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস. এম. রেজাউল হককে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমে পদায়ন করা হয়েছে।
এর আগে বাংলাদেশ পুলিশের ২১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে (অ্যাডিশনাল এসপি) পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। পাশাপাশি গত বুধবার (৯ ডিসেম্বর) পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়। এই রদবদলে ১৩ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়।
এআর/এইচকে