স্বাস্থ্য মন্ত্রণালয়কে মন্ত্রী ইমরানের ধন্যবাদ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ
স্মার্টকার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের সরকারি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট ফি দুই ধাপে তিন হাজার ৫০০ টাকা থেকে ৩০০ টাকা নির্ধারণ করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সোমবার (২৮ ডিসেম্বর) নিজ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ সাধুবাদ জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে ইমরান আহমদ বলেন, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী পরিস্থিতি চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশি কর্মীদের বৈদেশিক কর্মসংস্থান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সে প্রেক্ষিতে স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের কোভিড-১৯ টেস্ট ফি দুই ধাপে ৩৫০০ টাকা থেকে ৩০০ টাকা নির্ধারণ করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ জানাচ্ছি।’
এর আগে বিশ্ব অভিবাসন দিবসে এক সংবাদ সম্মেলনে স্মার্টকার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের কোভিড-১৯ টেস্টের খরচ কমানোর দাবি জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘প্রবাসীরা তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করছে। প্রবাসীদের কোভিড-১৯ টেস্ট করাতে কেনো ৩ হাজার টাকা লাগবে? আমি চাই তারা ৩০০ টাকায় করোনা পরীক্ষা করাতে পারুক।’
বিজ্ঞাপন
এনআই/এমএইচএস