রাজধানীর কদমতলী এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার চালানো এই অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

এক বার্তায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, অভিযানে কদমতলীর খোরশেদ আলী রোডের ডি আর ফুড প্রোডাক্টসের কারখানায় গিয়ে স্যাঁতস্যাঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। এই পরিবেশেই তারা ক্ষতিকর উপকরণ দিয়ে চিপস প্রস্তুত করছিল। এই অভিযোগে ডি আর ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি কদমতলী থানা পুলিশের সহায়তায় পরিচালনা করা হয়। 

এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় নিষিদ্ধ অবৈধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে অভিযান পরিচালনা করে র‌্যাব।

অভিযানে হাতেনাতে পলিথিন ব্যাগ তৈরি করার প্রমাণ মেলায় রুনা প্লাস্টিক ফ্যাক্টরি নামক কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬ লক্ষাধিক টাকার পলিথিনের ব্যাগ জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহযোগিতায় পলিথিনের শপিং ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু।

এমএসি/এনএফ