নগর ভবনে সমঝোতা স্মারক স্বাক্ষর

গুলশান-১ ও ২ নম্বরে নির্মিতব্য বহুতল মার্কেটের জন্য আর্কিটেকচারাল ডিজাইন প্রতিযোগীতা আয়োজন করা হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগর ভবনে ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং আইএবির পক্ষে স্থপতি নওয়াজিশ মাহবুব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষর শেষে সেলিম রেজা বলেন, ডিএনসিসি কর্তৃক সিটি বন্ডের মাধ্যমে ফান্ড গঠন করে গুলশান-১ ও ২ নম্বরে  বহুতলবিশিষ্ট আধুনিক মার্কেট নির্মাণ করা হবে। আমরা চাই এই মার্কেটগুলো স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন হোক। এগুলোকে অবশ্যই দৃষ্টিনন্দন ও বিনোদনের কেন্দ্রে পরিণত হতে হবে। সেজন্য সাধারণ কোনো ডিজাইন নয়, দৃষ্টিনন্দন একটি ডিজাইন চাই। মার্কেটগুলোকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড দিতে চাই। 

তিনি বলেন, এজন্য একটি আর্কিটেকচারাল ডিজাইন কম্পিটিশন আয়োজন করা হবে। আইএবি দেশের প্রথিতযশা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে আজ আমরা চুক্তিবদ্ধ হলাম। তারা ডিএনসিসির পক্ষ থেকে আর্কিটেকচারাল ডিজাইন কম্পিটিশন করে ডিজাইন ঠিক করে দেবেন। এই লক্ষ্যে আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

স্থপতি নওয়াজিশ মাহবুব বলেন, একটি ভবন ডিএনসিসি নিজেরাই তাদের মতো করে করতে পারত। কিন্তু এই সময়ে ঢাকা একটি ক্রমবর্ধমান সিটি; তাকে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারে এমন একটি কনসেপ্টচুয়াল  ডিজাইন জরুরি। একমাত্র তখনই একটি বিল্ডিং নান্দনিক ও ফাংশনাল হয়, যখন অনেকগুলো ডিজাইন থেকে বেছে নেওয়ার সুযোগ থাকে। এ লক্ষেই আজকের এই আয়োজন।

এএসএস/এইচকে