বরগুনা-১ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানের কর্মী মো. হারুন অর রশিদকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী প্রচারণার নামে মোটরসাইকেল শোভাযাত্রা করায় তাকে এ জরিমানা করা হয়। 

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকায় উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

আমতলী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বরগুনা- ১ আসনের আওতাধীন আমতলী উপজেলায় মো. হারুন অর রশিদ কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানের প্রচারণায় একটি মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আমতলী উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লহ আবু জাহের বলেন, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে আমরা কঠোর রয়েছি। প্রার্থী বা তাদের কর্মী যারাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে।

মো. আব্দুল আলীম/এমজে