কুমিল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী মোতালেবকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মোতালেবের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ তিনটি মামলা রয়েছে। ২০১৬ সালে নিজের ভাবিকে হত্যার পর আত্মগোপনে ছিলেন তিনি।গ্রেফতার মোতালেব কুমিল্লার বাঙ্গরা বাজারের মৃত সুবেদার আব্দুল মালেকের ছেলে। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মোতালেব কুমিল্লা জেলার চিহ্নিত সন্ত্রাসী। সে চুক্তিভিত্তিক অপহরণ ও অন্যান্য অপরাধে জড়িত। ২০১৬ সালে তার চাচাতো ভাইয়ের বউ ইভাকে হত্যা করে চট্টগ্রাম পালিয়ে আসে। এরপর থেকেই ডবলমুরিং মিস্ত্রিপাড়া এলাকায় থাকে সে। এখানে জাহের ম্যানশন নামে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করত। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

মোতালেবের বিরুদ্ধে ২০১৫ সালে একটি অপহরণ ও একটি ধর্ষণ মামলা রয়েছে। এছাড়া ২০১৬ সালে দায়ের করা একটি হত্যা মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

কেএম/জেডএস