করোনার বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শনিবার (১৭ এপ্রিল) ডিএনসিসি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে ৪০টি মামলায় ৮৫ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা, মাস্ক না পরা ও স্বাস্থ্য বিধি না মানার কারণে এসব জরিমানা আদায় করা হয়েছে।

তাজুল ইসলাম জানান, শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএনসিসি এলাকার ৩ নম্বর অঞ্চলে ২৫টি মামলায় ৬৭ হাজার ৪৫০ টাকা, ৯ নম্বর অঞ্চলে ১২টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা ও ১০ নম্বর অঞ্চলে অপর ৩টি মামলায় আরও ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৪০টি মামলায় সর্বমোট ৮৫ হাজার ১৫০ টাকা আদায় করা হয়।

এএসএস/ওএফ