জানুয়ারিতে আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ

নতুন বছরের শুরুতেই আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। এছাড়া জানুয়ারির মাঝামাঝি ও শেষ দিকে দুটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

এদিকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নাগাদ শেষ হতে পারে মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহটি।

বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই এক জায়গা ছাড়া শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। কাল শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, ‘আগামী দুইদিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনার আছে। এরমধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে।’

আবহাওয়া অফিস জানায়- দেশের দিনাজপুর, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গল অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে মৃদু আকারে শৈত্যপ্রবাহটি। কিছু কিছু জায়গায় এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা একই রকম থাকবে।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে জেলায় ২০ ডিসেম্বরও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নদ-নদীতে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বিকেলের পর তাপমাত্রা কিছুটা নিচে নেমে আসবে।

একে/এমএইচএস