অধ্যাপক ড. আতফুল হাই শিবলী - পুরাতন ছবি

জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলী আর নেই। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. আতফুল হাই শিবলী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভগ্নিপতি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে, স্ত্রী ও শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক আতফুল হাই শিবলীর পৈতৃক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রামে।

তৌহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে অধ্যাপক ড. আতফুল হাই শিবলী ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ বুধবার সকাল সাড়ে ১১টায় বনানী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

ড. আতফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন ২০০৮ সালে। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

আতফুল হাই শিবলী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ। পৃথক দুটি বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রফেসর আতফুল হাই শিবলী ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একজন খ্যাতিমান শিক্ষাবিদ এবং ইতিহাসবিদ। দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যু দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।

অন্য এক শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এনআই/এনএম/এইচকে