এমিরেটসের কান্ট্রি ম্যানেজার হলেন মোহাম্মদ আল হামমাদী
বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল হামমাদী
বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল হামমাদী। বুধবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস বাংলাদেশ জানায়, বর্তমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাঈদ আব্দুল্লা মিরান হংকং-এ এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব লাভ করেছেন। আগামী ১ জানুয়ারি তার বদলে আল হামমাদী দায়িত্ব গ্রহণ করবেন।
আল হামমাদী বাংলাদেশে এমিরেটসের পরিচালন, বাণিজ্যিক কৌশল বাস্তবায়ন এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
ইউএই জাতীয় বাণিজ্যিক ব্যবস্থাপনা শিক্ষানবিশ কর্মসূচীর অধীনে আল হামমাদী ২০১৬ সালে এমিরেটসে যোগ দেন। তিনি কর্মাশিয়াল সাপোর্ট ম্যানেজার হিসেবে মিশর এবং বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি কর্মাশিয়াল ম্যানেজার-দূর প্রাচ্য হিসেবে পদন্নোতি পান এবং এতদ্ব লে এমিরেটসের কৌশলগত পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়ন করেন।
১৯৮৬ সাল থেকে এমিরেটস বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক বন্ধনে আবদ্ধ এবং দেশে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক কৌশল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ঢাকায় বর্তমানে দৈনিক ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও দুবাই হয়ে বিশ্বের প্রায় ১০০টির বেশি নগরীতে সুবিধাজনক সংযোগের নিশ্চয়তা দিচ্ছে।
বিজ্ঞাপন
এআর/এমএইচএস