ঢাকায় পর্যটন আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক স্থাপনায় ট্যুর প্যাকেজ পরিচালনার বিষয়ে বাস্তবায়ন কমিটিতে প্রতিনিধি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান প্রতিনিধি নির্বাচন করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালায়ে চিঠি পাঠিয়েছেন।

সচিব আকরামুজ্জামান জানান, ঢাকায় পর্যটন আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক স্থাপনায় ট্যুর প্যাকেজ পরিচালনার বিষয়ে বাস্তবায়ন কমিটিতে একজন প্রতিনিধি পাঠানো হয়েছে। ওই কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিত্ব করবেন ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

এর আগে ঢাকায় পর্যটন আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক স্থাপনায় ট্যুর প্যাকেজ পরিচালনার বিষয়ে বাস্তবায়ন কমিটিতে অংশগ্রহণের জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালায় থেকে ডিএসসিসিকে চিঠি পাঠানো হয়।

এএসএস/এসএসএইচ