করোনায় দুদকের সহকারী পরিচালকের মৃত্যু
দুদকের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ এপ্রিল) দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম সর্বশেষ কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি খুলনার নিজ বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে নিজ গৃহে তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
মো. শহীদুল ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। ব্যক্তি জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দুদকের মোট ১২৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০৫ জন সুস্থ হলেও মারা গেছেন শহীদুল ইসলামসহ চারজন।
বিজ্ঞাপন
আরএম/এফআর