করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামালাতে হিমশিম খাওয়া ভারতকে সহায়তা দিতে চীন সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। শনিবার (২৪ এপ্রিল) রাতে ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ তথ্য জানান।

হুয়ালং ইয়ান ফেসবুকে লিখেছেন, চীন সরকার এবং চাইনিজরা ভারত সরকার ও তাদের জনগণকে করোনাভাইরাস মোকাবিলায় সাহায্য করতে চায়। চায়না ভারতের প্রয়োজন অনুযায়ী সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত। এ নিয়ে চীন সরকার ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান চীনা ডেপুটি চিফ অব মিশন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যায় এখন প্রতিদিনই নতুন বিশ্ব রেকর্ড হচ্ছে ভারতে। গত তিন দিনেই প্রায় দশ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। শনিবার (২৫ এপ্রিল) ভারতের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে সেখানে। তাতে আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৬৬ লাখে। 

এনআই/এইচকে