১০ টাকায় বাজার করল কেরাণীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকার ১২০ পরিবার। রোববার (২৫ এপ্রিল) ওলামানগর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এসব অসহায় পরিবার জন্য এই বাজারের ব্যবস্থা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‌প্রচেষ্টা শান্তি সংঘ। 

১০ টাকার বাজারে ছিল- ১ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি মুড়ি, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি ছোলা, আধা কেজি পেঁয়াজ, ১ প্যাকেট নুডলস ও ২ প্যাকেট ট্যাং।

করোনাভাইরাস মহামারীতে বিপাকে পড়া অসহায় পরিবারগুলোকে সহযোগিতা করতেই এই আয়োজন। স্বল্প মূল্যে এসব পেয়ে খুশি ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার ঘাটারচর এলাকার ওই অসহায় পরিবারগুলো।

এমন অভিনব উদ্যোগের বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল আলম হাসিব বলেন, ‘লকডাউন শুরুর সঙ্গে সঙ্গে কেরানীগঞ্জের বিভিন্ন প্রান্তে আমরা মানুষের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করেছি করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে।

তিনি বলেন, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ছাড়াও বেশ কয়েকটি নিম্ন মধ্যবিত্ত পরিবারও সহায়তা পেয়েছেন। মানুষ যাতে এটাকে ত্রাণসামগ্রী না ভাবেন, তাই মাত্র ১০ টাকার বিনিময়ে এই আয়োজন।

এমএইচএন/ওএফ