আজানের ধ্বনিযুক্ত ট্যাং জুসের বিজ্ঞাপন প্রচার বন্ধের আবেদন
আজানের ধ্বনিযুক্ত ট্যাং জুসের সেই বিজ্ঞাপন
পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বে ‘ট্যাং জুস’-এর আজানের ধ্বনিযুক্ত টেলিভিশন বিজ্ঞাপন বন্ধের আবেদন জানিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাশ কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)।
রোববার (২৫ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (ডিএনসিআরপি) ঢাকা বিভাগীয় কার্যালয়ে এ সম্পর্কিত লিখিত আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা অভিযোগটি অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের কাছে দিয়েছি। উনি বলেছেন, এখন বিধিনিষেধের সময় শুনানি বন্ধ রয়েছে। ২৮ তারিখের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডাকা হবে।
সিসিএসের আবেদনে বলা হয়েছে, ‘মাল্টিব্রান্ডস লিমিটেড’ তাদের পণ্য ‘ট্যাং জুস’-এর একটি বিজ্ঞাপনে আজানের ধ্বনি (আল্লাহ আকবর) যুক্ত করে বিভিন্ন টেলিভিশনে প্রচার করছে। বিজ্ঞাপনটি বিশেষ করে ইফতারের কিছুক্ষণ আগে থেকে বেশি বেশি প্রচারিত হয়। এর ফলে রোজাদাররা যারা টেলিভিশনে আজান শুনে ইফতার করেন তারা বিভ্রান্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে ইতোপূর্বে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। তবু বিজ্ঞাপনটির প্রচার বন্ধ হয়নি।
বিজ্ঞাপন
আবেদনে বলা হয়, ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হয়। সাধারণ মানুষ আজানকে ইফতারের সময় হিসেবেই জানেন। এ জন্য সঠিক সময় নির্বাচনে টেলিভিশনে প্রচারিত আজানকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করেন সাধারণ মানুষ। কিন্তু আজানের ঠিক কিছু সময় পূর্ব থেকে এমন বিজ্ঞাপন প্রচার করায় মানুষ বিজ্ঞাপনকে সত্যি সত্যি আজান মনে করে বিভ্রান্ত হচ্ছেন। বহু মানুষ বিভ্রান্ত হয়ে সময়ের আগেই ইফতার করে ফেলছেন।
শুধু বাণিজ্যিক স্বার্থে ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র ইবাদত নিয়ে এমন হীন কার্যক্রমের বিষয়ে ভোক্তা সাধারণের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আজানের ধ্বনিযুক্ত বিজ্ঞাপন প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সিসিএস।
এসআই/এফআর/জেএস