হাজারীবাগে শিশুর রহস্যজনক মৃত্যু
রাজধানীর হাজারীবাগের টিলাবাড়িতে সামিয়া আক্তার আয়েশা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা হৃদয় খান ঢাকা পোস্টকে বলেন, আমি রঙয়ের কাজ করি। করোনায় কাজ হারিয়ে তরকারির ব্যবসা শুরু করছি। আমার স্ত্রী বাসাবাড়িতে কাজ করে। দুপুরে কাজ করে বাসায় আসে, পরে আবার কাজের জন্য বেরিয়ে যায়। ৩টার দিকে বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা লাগানো। পরে আমাকে ফোন দিলে এসে দরজা ভেঙে সামিয়াকে তোয়ালে দিয়ে জানালার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় পাই। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের মা রুসিয়া বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে। আমি বাসায় কাজ করি আর আমার স্বামী আগে রং মিস্ত্রি ছিলেন। এখন তরকারি বিক্রি করেন। আমরা দুজনেই কাজের জন্য ঘরের বাইরে থাকি। আমার মেয়ে বাসায় একা থাকে। কীভাবে তার গলায় ফাঁস লাগল বুঝতে পারছি না। দুপুরে বাসায় এসে দেখলাম খেলা করছে। ফিরে এসে দেখি মেয়ে আমার আর নেই।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, এত ছোট বাচ্চা কীভাবে গলায় ফাঁস দিল সেটাই আমাদের কাছে রহস্যজনক। আমরা হাজারীবাগ থানায় খবর দিয়েছি। তারা এসে বিষয়টি তদন্ত করে দেখবে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি