আরও ৩ বছর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের দায়িত্বে গোলাম মোস্তফা
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফার চুক্তির মেয়াদ আরও ৩ বছর বাড়িয়েছে সরকার।
সোমবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগের চুক্তির ধারাবাহিকতা ও একই শর্তে ৩০ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসানকে একই বিমানবন্দরের নির্বাহী পরিচালক করা হয়েছে।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কারিগরি) মো. কামরুজ্জামানের চুক্তির মেয়াদ আরও দুই বছর বেড়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় এবং এক শর্তে গত ৪ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।
বিজ্ঞাপন
অবসরোত্তর ছুটি ভোগরত বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের কর্মকর্তা মো. ফজলুল করিমকে ছয় মাসের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক (বিআইআইএসএস) এর বোর্ড অব গভর্নসের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এসএইচআর/জেডএস