বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও তুর্কি এয়ারফোর্সের কমান্ডার জেনারেলের সাক্ষাৎ

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। রোববার (২৫ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক এর সমাধি পরিদর্শন করেন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুর্কি এয়ারফোর্সের কমান্ডার জেনারেল হাসান ছাড়াও আরও কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও, তিনি এয়ার কমব্যাট ফোর্স কমান্ডার জেস কমান্ডার অব এয়ারফোর্স অ্যাকাডেমিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করেন। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান সেদেশের বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, বিমানবাহিনী একাডেমি, সামরিক জাদুঘর, এভিয়েশন মিউজিয়ামসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আইএসপিআর আশা প্রকাশ করেছে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বিমান বাহিনী প্রধান তুরস্ক সফরে যান।

এনএম/আরএইচ