মানবপাচার চক্রের চার সদস্য আটক
র্যাবের হাতে আটক মানবপাচার চক্রের সদস্যরা
বাংলাদেশ থেকে ইউরোপ-আমেরিকায় মানবপাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানী ও সাভারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চক্রের প্রধান মহিউদ্দিন (৫১), বাছির উদ্দিন ওরফে কাজল (৫২), মো. মঞ্জু (৪১) ও অপু (৪২)।
বিজ্ঞাপন
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক জানান, রওশন আক্তার রিনা নামক ভুক্তভোগী মানবপাচারের অভিযোগ করেন। অভিযোগের তদন্ত করতে গিয়ে র্যাব জানতে পারে, মানবপাচারকারী চক্রের সদস্যরা ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সময় পাঁচ লাখ টাকা নিয়ে ভুক্তভোগীর জামাতা সালাহউদ্দিনকে পর্যটন ভিসায় দুবাই পাঠায়। পরে ঘানা হয়ে ফ্রান্সে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে আরো ছয় লাখ টাকা নেয়। পরবর্তীতে জাল পর্যটন ভিসা সংগ্রহ করে তাকে ঘানায় পাঠায়। ঘানায় পৌঁছানোর পর মানাবপাচারকারী চক্র তাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ধাপে ধাপে ১১ লাখ টাকা দিলেও ভুক্তভোগীকে ছেড়ে না দিলে রওশন আক্তার র্যাবের শরণাপন্ন হন। অভিযোগের সত্যতা নিশ্চিত হবার পর র্যাব-৩ অভিযানে নেমে তাদের আটক করে।
বিজ্ঞাপন
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তাদের নামে বিভিন্ন থানায় আগের একাধিক মামলা বিচারাধীন আছে।
জেইউ/এসআরএস