ভাড়াটিয়ার সঙ্গে ঝগড়ার জেরে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা
রাজধানীর খিলক্ষেত এলাকায় পাশের বাসার ভাড়াটিয়ার সঙ্গে ঝগড়ার জেরে ফারজানা আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (২৫ এপ্রিল) বিকেল চারটার দিকে খিলক্ষেত এলাকার ৩০০ ফিটের মস্তুল বালুর মাঠের জহিরুল ইসলামের বাসার দ্বিতীয় তলায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।
নিহতের ভাই মাসুদ রানা ঢাকা পোস্টকে বলেন, আমার বোনের পাশের বাসার সাবেক ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি হয় গতকাল সকালে। তিনি আগে এই ব্যাচেলর বাসার ম্যানেজার ছিলেন। বাসার মালিক এখন আমার বোনকে দায়িত্ব দিয়েছেন। আমার বোনের কী দোষ? আমার বোনের এক সন্তান আছে। তিনি চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গতকাল সকালে বাসার বর্তমান ভাড়াটিয়া মাহমুদা বেগম ও তার মা আমার বোনকে মারতে উদ্যত হলে বোন দৌড়ে ঘরে দরজা দেন। তারা বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। পরে আমার দুলাভাই জহিরুল ইসলাম এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। তারা বলেন, দরজা খোল, আজ তোকে মেরেই ফেলব। পরে আমার বোন বলে, আমাকে তোদের মেরে ফেলতে হবে না, আমি নিজেই মারা যাব। তাদের অত্যাচারে আমার বোন কয়েকবার বাসা থেকে আমাদের বাসায় চলে গিয়েছিলেন। পরে দুলাভাই বুঝিয়ে আবার নিয়ে আসেন। বিকেল হতে না হতেই আমার বোন গলায় ফাঁস দিয়ে মারা গেলেন।
মৃত ফারজানা আক্তার খিলক্ষেত এলাকার ৩০০ ফিটের মস্তুল বালুর মাঠের জহিরুল ইসলামের বাসায় ম্যানেজারদের দায়িত্ব পালন করতেন। স্বামী ও সন্তানকে নিয়ে এখানেই থাকতেন তিনি। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রামপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।
বিজ্ঞাপন
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, পাশের বাসার ভাড়াটিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ভাড়াটিয়ারা তাকে মারতে উদ্যত হলে রাগে ক্ষোভে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত ফারজানা আক্তার চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ভাড়াটিয়ারা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এসএএ/আরএইচ