কলেজের দেওয়ালের পাশে পড়ে ছিল নবজাতকের লাশ
রাজধানীর লালবাগের পলাশীর মোড়ে ইডেন মহিলা কলেজের দেওয়ালের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একদিনের একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) রাত ৯টার সময় খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদির বলেন, রাতে ডিউটি করার সময় খবর পাই ইডেন কলেজের দেওয়ালের পাশে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের লাশ পাওয়া গেছে। সাথে সাথে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতকটিকে রাস্তায় ফেলে গেল তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।
এসএএ/এনএফ
বিজ্ঞাপন