পরিপূর্ণ সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা নুরী : মেয়র তাপস
করপোরেশনের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী একজন পরিপূর্ণ সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ডিএসসিসির বুড়িগঙ্গা হলে প্রধান নির্বাহী কর্মকর্তা (প্রনিক) এ বি এম আমিন উল্লাহ নুরী ও অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলমের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি তাকে পরিপূর্ণভাবে একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে পেয়েছি। একটি বিষয়, শুধু সৎ হলেই সবাই কাজে ভালো হয় না, দক্ষ হয় না। সমন্বয়ের অভাব দেখা দেয়। কিন্তু তিনি যেমন সমন্বয় সাধন করেছেন তেমনি তার দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে চলেছিলেন।
এ সময় মেয়র ব্যারিস্টার শেখ তাপস বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৫ আগামী দিনেও উচ্চতর দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও নিষ্ঠার প্রতিফলন রাখবেন বলে আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, আমি সবসময় তিনটি বিষয় মেনে চলার চেষ্টা করেছি। বিবেকের কাছে জবাবদিহিতা করা, যে চেয়ারে অধিষ্ঠিত হয়েছি তার প্রতি বেইমানি না করা এবং যাদের জন্য কাজ করছি তাদের সঙ্গে বেইমানি না করা।
করপোরেশনের সচিব আকরামুজ্জানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এএসএস/এসকেডি