‘১ কোটি মানুষকে ভাতা দিয়ে সহায়তা করছে সরকার’
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ
সরকার এক কোটি মানুষকে ভাতা দিয়ে সহায়তা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। শনিবার (০২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে ১ কোটি মানুষকে ভাতা দিয়ে সহায়তা করা হচ্ছে। এছাড়া আরও দেড় কোটি পিছিয়ে পড়া মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে এই সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনোরকম অনিয়ম যেন না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে এসময় কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময়ের অচেনা বাংলাদেশকে সারা বিশ্বের বুকে পরিচিত করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় ১৭ কোটি মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি একের পর এক অসম্ভবকে সম্ভব করেছেন৷ দেশ পরিচালনায় তার কোনো বিকল্প নেই৷
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, প্রধানমন্ত্রী অনলাইন ব্যাকিংয়ের মাধ্যমে সুফলভোগীদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। এর ফলে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য দূর হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যারোমা দত্ত।
এসএইচআর/জেডএস