মানিকগঞ্জের নিজ বাস ভবনে স্বাস্থ্য বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন জানুয়ারিতেই চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এর আগে আমরা বলেছিলাম জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন আসতে পারে। কিন্তু ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন পাওয়ায় আমরা আশা করছি জানুয়ারিতেই ভ্যাকসিন পেয়ে যাবো।

শনিবার (২ জানুয়ারি) মানিকগঞ্জের নিজ বাস ভবনে স্বাস্থ্য বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে ২০তম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। ইউরোপের অনেক দেশ বাংলাদেশের থেকে পিছিয়ে আছে। আমেরিকা, ভারত পাকিস্তানের থেকেও আমরা এগিয়ে আছি। এটা আমাদের জন্য অনেক বড় একটি অর্জন।

তিনি বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। নানা বিষয়ে দিক নির্দেশনাও দিচ্ছেন তিনি। আমাদের চিকিৎসক-নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ প্রতিটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা এ প্রশংসার দাবিদার।

মন্ত্রী আরও বলেন, বিশ্বের কোথাও পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) ছিল না, বাংলাদেশেও পিপিই’র অভাব দেখা দিয়েছিল। কিন্তু এখন পিপিই’র অভাব নেই। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পিপিই রফতানি করছে।

জাহিদ মালেক বলেন, করোনার সময় সারাদেশে লকডাউন জারি থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো লকডাউন ছিল না। মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ আমাদের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক কাজ করে গেছেন।

বাংলাদেশের সবশেষ পরিস্থিতি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ৫৯৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬৮৪ জন। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৫ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন আরও ৯৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৯ হাজার ৬২০ জন।

টিআই/এমএইচএস