জেএমবি সদস্য মজিবুর গ্রেফতার
জেএমবির সক্রিয় সদস্য মো. মজিবুর রহমান
নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও জয়পুরহাট জেলার দাওয়াহ শাখার অন্যতম সক্রিয় সদস্য মো. মজিবুর রহমানকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শনিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৫ টায় জয়পুরহাট সদরের জামালপুর ইউনিয়নের দাদড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারের সময় অ্যান্টি টেররিজম ইউনিট তার কাছ থেকে একটি মোবাইল সেট, জঙ্গিবাদ বিষয়ক বিপুল পরিমাণ ডকুমেন্টস, বই ও পুস্তিকা উদ্ধার করে।
এটিইউ’র (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতার হওয়া মজিবুর রহমান দিনাজপুর এবং জয়পুরহাট জেলায় সদস্য সংগ্রহ ও জেএমবিকে সংগঠিত করার কাজে নিয়োজিত। তিনি বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে কার্যক্রম চালাচ্ছেন। জনসাধারণের ভেতর আতংক সৃষ্টি ও ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার করছেন তিনি।
বিজ্ঞাপন
মোহাম্মদ আসলাম খান আরও জানান, মজিবুর রহমান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করে আসছিলেন। এছাড়াও তিনি রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও প্রজাতন্ত্রের ক্ষয়ক্ষতি করতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিলেন।
গ্রেফতার মজিবুরের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের ষড়যন্ত্র, অপরাধ সংঘটনের সহায়তা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় জয়পুরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এইচকে