আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২ জানুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সরকারি বাসভবন থেকে মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। কেননা বিএনপি নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার যে ঘোষণা করেছে বস্তুগত দিক এখন দেশে নেই।

বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, দেখতে দেখতে বর্তমান সরকারের ১২ বছর চলে গেল, কিন্তু বিএনপির আন্দোলন হবে কোন বছর। জনগণ এখন তাদের আন্দোলনের কথা শুনলে হাসে।

নতুন বছরে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালে দলকে অধিকতর সুগঠিত ও একটি স্মার্ট দল হিসেবে গড়ে তোলা হবে। যেখানে এখনও কমিটি হয়নি, সেসব এলাকায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। বিতর্কিতরা যাতে নেতৃত্বে না আসতে পারে সে বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সচেষ্ট থাকবে।

২০২১ সালে সড়কে শৃঙ্খলা ফেরানোর কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে এবং যাত্রীদের সুরক্ষায় যা যা করার তা করতে হবে। গাড়িগুলোতে আসন অনুযায়ী যাত্রী নিতে হবে। এসব নিয়ম না মানলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে বলে সাফ জানান তিনি।

বিআরটিএ’তে দালালের দৌরাত্ম্য দূর করতে নির্দেশ দিয়ে তিনি বলেন, এখানকার অনেকরই দালালদের সঙ্গে যোগসাজশ আছে। সবাইকে এ অবস্থান থেকে বের হয়ে আসতে হবে।

এমএসি/এমএইচএস